ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, নাসিরনগর থানা সাহেবের সার্বিক তত্ত্বধায়নে নাসিরনগর থানা এলাকায় প্রতিদিন চেকপোস্ট এবং বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ মাদক উদ্ধার এবং দেশীয় অস্ত্র যেমনঃ- পল, চল, টেটা, বল্লম, বাঁশের লাঠি, রামদা, এক কাইট্টা, উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত ব্যক্তিদের বিরোধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয় । উক্ত বিশেষ কার্যক্রমের মাধ্যমে নাসিরনগর থানা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা এবং মারামারি হানাহানির সংখ্যা অনেকাংশে কমে এসেছে। নাসিরনগর থানা পুলিশ উক্ত ব্যতিক্রমধমী উদ্যোগ অব্যাহত রাখবে এবং একটি শান্তিপূর্ণ আধুনিক নাসিরনগর তৈরীতে ভূমিকা রাখবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস